নওয়াপাড়া হচ্ছে খুলনা বিভাগের যশোর জেলার অভয়নগর উপজেলার একটি প্রথম শ্রেণির পৌরসভা এবং শিল্প বাণিজ্য সমৃদ্ধ শহর।এটি খুলনা-যশোর মহাসড়কের খুলনা এবং যশোরের মাঝামাঝি জায়গায় অবস্থিত।ভারী শিল্পকারখানা এবং নদী বন্দরের জন্য নওয়াপাড়া একটি গুরুত্বপূর্ণ শহর।এর নামকরণ হয়েছিল শ্রীধরপুরের জমিদার ঈশ্বর বসুর প্রচেষ্টায়, নয়াহাট নাম থেকে পরবর্তীকালে পাড়া যুক্ত হয়ে বর্তমান নাম এ রুপান্তর ঘটে। যশোরের প্রসিদ্ধ প্রভাবশালী আলেম মাওলানা আবুল কাসেমের আমন্ত্রণে নপাড়ার ইরানি পীর জনাব মোহাম্মদ আলী শাহ ইরানি হযরতের আগমন ঘটে। সমাজ সংস্কারক মাওলানা আবুল কাসেম এর হাতে প্রতিষ্ঠিত এ অঞ্চলের প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান " মাদ্রাসায়ে মোহাম্মাদীয়া নওয়াপাড়া" এ অঞ্চলের শিক্ষা ব্যাবস্থা ও চেতনায় আমুল পরিবর্তন এনে দিয়েছিল।নওয়াপাড়া শহরেই অবস্থিত বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান আকিজ গ্রুপের প্রধান কার্যালয় এবং তাদের নিজস্ব শিল্প নগর যা "আকিজ সিটি" নামে পরিচিত যেখানে রয়েছে আধুনিক মানের শপিং মল,ফুড কোর্ট,একাধিক রেস্টুরেন্ট,পার্ক,রিসোর্ট,থিমড প্লেয়িং সেন্টার সহ আরও সুযোগ সুবিধা।
এক নজরে নওয়াপাড়া পৌরসভা
সাধারন তথ্যাদিঃ
জেলা : যশোর।
উপজেলা : অভয়নগর।
সীমানা : উত্তর-পূর্বে ভৈরব নদী,দক্ষিন-পশ্চিমে চলিশিয়া ইউনিয়ন,পূর্বে খুলনা জেলার ফুলতলা উপজেলা এবং পশ্চিমে প্রেমবাগ ইউনিয়ন।
জেলা সদর হতে দুরত্ব : ৩০ কিলোমিটার।
আয়তন : ২৫.১২ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা : ৮৫৮৫৬ জন (আদমশুমারী-২০১১)
পুরুষ : ৪৩,৪০৫ জন
মহিলা : ৪২,৪৫১ জন
লোক সংখ্যার ঘনত্ব : ৩৩১৪ জন প্রতি বর্গ কিলোমিটারে।
মোট ভোটার সংখ্যা : ৫০,৫০৭ জন (২০১০ সালের তালিকা অনুযায়ী)।
পুরুষ ভোটার সংখ্যা : ২৪,৮১৩ জন।
মহিলা ভোটার সংখ্যা : ২৫,৬৯৪ জন।
বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হার : ১.৪৭%
নির্বাচনী এলাকা : যশোর-৬।
মহল্লা : ১৬ (ষোল) টি।
মৌজা : ১৬ (ষোল) টি।
মসজিদ : ১৩০ (একশত ত্রিশ) টি।
মাদ্রাসা : ২২ (বাইশ) টি।
ঈদগাহ : ৬২ (বাষট্টি) টি।
মন্দির : ২০ (বিশ) টি।
গীর্জা : ০৪ (চার) টি।
নদ-নদী : ০১ (এক) টি ভৈরব নদী।
হাটবাজার/সায়রাত মহাল : ৩৪ (চৌত্রিশ) টি।
ব্যাংক শাখা : ১৪ (চৌদ্দ) টি।
পোস্ট অফিস/সাব পোঃঅফিস : ০৫ (পাঁচ) টি।
টেলিফোন এক্সচেঞ্জ : ০১ (এক) টি।
ক্ষুদ্র শিল্প : ০৭ (সাত) টি।
মাঝারী : ০৫ (পাঁচ) টি।
বৃহৎ শিল্প : ২৬ (ছাবিবশ) টি।